নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ মার্চ৷৷ সৌদি আরব থেকে নিখোঁজ ভারতীয় নাগরিক কৈলাসহরের সমরুপার গ্রামের বাসিন্দা ইয়ামির আলী৷ সংসার বাচানোর তাগিদে কাজের সন্ধানে বহিরাগত সৌদিআরবে যান ইয়ামির গত ২৭,১০,২০১৫ তারিখে মুম্বাই থেকে সৌদি আরবে যান ভারতীয় নাগরিক হিসাবে সরকার কর্তৃক এম ৬১৪৪৭৭১ আই এন ও ৭১ ০৯০৩৮ এম২৫০১২৯১ নং পাসপোট এর মধ্যেম সৌদি আরবে সরকারী নিয়ম অনুসারে ভিসার মাধ্যমে যান৷ যার ভিসা নং ১০৩৯৭৭২৮৩৩৩৪০০০৬৬৮২৷ তিন কন্যা ওবদরুন ন্নেছা বর্তমাসে অসহায় অবস্থায় দিন যাপন করছেন৷ প্রায় একলক্ষ ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে ইয়ামির আলী যাবার সময়৷ কিন্তু প্রায় ৫ মাস আতিবাহিত হয়ে যাবর পর তার কোন খোজ খবর নেই৷ মপিক এর সাথে যোগাযোগ করা হলে সে বলে কিছু দিন পর ফোন করবে ইয়ামিংরা টাকা পাঠাবে৷ এমন আস্থায় প্রায় পাঁচ মাস৷ কৈলাসরের সমরুপার গ্রামের বাসিন্দা ইয়ামির কি সৌদিআরবে থেকে আছে না মারা গেছে তার কোন খবর আত্মীয় স্বজনের কাছে৷ যার ফলে দীর্ঘ দিন অপেক্ষা করে গত ৩-৩-২০১৬ ইং তারিখে ঊনকোটি জেলার জেলাশাসকের দারস্ত হয়েছেন৷ বিষয়টি ঊনকোটি জেলার পুলিশ আধিকারিকের নজরে নিয়েছেন বলে ইয়ামির স্ত্রী বদরুন নেকা জানিয়েছেন জেলাশাসকে কাছে যে আবেদন করেছে৷ তাতে উপরের ঐ বিষয় গুলি উল্লেখ্য করা হয়েছে৷ জেলাশাসক তদন্তের আশ্বাস দিয়েছে বদরুনকে৷
2016-03-10

