রেগার টাকা আত্মসাতের অভিযোগ

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অধীন তকমাছড়া এডিসি ভিলেজে রেগা প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে৷ ভুয়ো জব কার্ড তৈরি করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ মিলেছে৷ এই ধরনের ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ এই ঘটনায় পঞ্চায়েত সচিব ও স্থানীয় নেতারা জড়িত রয়েছে বলে জানা গিয়েছে৷  রেগার টাকা লুটেপুটে নিয়েছেন ও বেআইনীভাবে পঞ্চায়েত সচিবকে হাতে রেখে পঞ্চায়েতের জায়গা দখল করে আছেন দীপঙ্কর দেবনাথ, উঠছে নানা অভিযোগ৷ এই ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় জনগণ৷