নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ বুধবার মার্চ পূর্ণগ্রাস সূর্য গ্রহণ হয়৷ ভারতের উত্তর পশ্চিম এবং পশ্চিম অংশ ছাড়া দেশের অন্যান্য অধিকাংশ স্থান থেকে আংশিক গ্রহণ দেখা গিয়েছে৷ আগরতলায় সুকান্ত একাডেমিতে বিশেষ প্রযুক্তির মাধ্যমে গ্রহণ দেখানো হয়েছে৷ ভারতের অধিকাংশ স্থানে এই আংশিক গ্রহণ শুরু হবে সূর্যোদয়ের আগে অর্থাৎ আংশিক গ্রহণ লাগা সূর্যোদয় হয়৷ উত্তর পূর্ব ভারতের প্রান্ত ভাগ থেকে আংশিক গ্রহণের পর্য্যায়ক্রম শুরু হয় সূর্যোদয়ের অব্যবহিত পরেই৷ গ্রহণের সামগ্রিক পর্য্যায় শুরু হয় আন্তর্জাতিক মান্যতা সময় ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে৷ এই গ্রণের পূর্ণাঙ্গ পর্যায় শেষ হয় আন্তর্জাতিক মান্যতা সময় সকাল দশটা পাঁচ মিনিটে৷
উত্তর পূর্ব ও পূর্ব ভারতের আগরতলা, শিলচর এবং কলকাতা শহর থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়৷ আগরতলায় পাঁচটা চল্লিশ মিনিটে, শিলচরে পাঁচটা পয়ত্রিশ মিনিটে এবং কলকাতা শহর থেকে পাঁচটা একান্ন মিনিটে আংশিক গ্রহণ দেখা যায়৷ এদিকে এই গ্রহণের পর্য্যায় শেষ হয় আগরতলায় ছয়টা একান্ন মিনিটে, শিলচরে ছয়টা বাহন্ন মিনিট এক সেকেন্ডে এবং কলকাতায় ছয়টা পঞ্চাশ মিনিট এক সেকেন্ড সময়ে৷ আগরতলা, শিলচর ও কলকাতা থেকে আংশিক গ্রহণে মহাপর্য্যায়ের সময় শতাংশের হিসেবে দেখা যায় যথাক্রমে ১৫১, ১৩২ এবং ১৮৫ শতাংশ৷
গ্রহণ লাগা সূর্যকে কখনই, এমনকি অল্প সময়ের জন্য হলেও খালি চোখে দেখা উচিত নয়৷ যখন সূর্যের বেশিরভাগ অংশকে চন্দ্র ঢেকে ফেলে, তখন গ্রহণ লাগা সূর্যের দিকে তাকালে স্থায়ীভাবে চোখের ক্ষতি হতে পারে৷
2016-03-10

