কলম্বো, ১০ মার্চ (হি.স.): শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে জলের মধ্যে চোরাশিকারের অভিযোগে চার জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কান কর্তৃপক্ষ| আটক করা হয়েছে একটি মাছ ধরার ট্রলারও| শ্রীলঙ্কা নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তরাঞ্চলে জলের মধ্যে চোরাশিকারের অভিযোগে বৃহস্পতিবার চার জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কা নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী|
নৌবাহিনী জানিয়েছে, ধৃত চার মত্স্যজীবীকে ও তাদের ট্রলারটিকে মত্স্য ও জল সম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে| উল্লেখ্য, কিছুদিন আগেই ২৯ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কা নৌসেনা|
2016-03-10

