নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ মার্চ৷৷ যান সন্ত্রাসের বলি হল আরও এক ব্যাক্তি৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে তেলিয়ামুড়ার মহারানী এলাকায়৷ নিহত ব্যাক্তির নাম কৃষ্ণ সরকার৷ জানা গিয়েছে বাজার থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রেল লাইনের কাছে একটি বেপরোয়া গাড়ি তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি ছিটকে পড়ে যান৷ পরে স্থানীয় জনগণ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে পৌঁছার পথেই তার মৃত্যু হয়৷ পুলিশ এই ব্যপারে একটি দূর্ঘটনার মামলা নিয়েছে৷ দূর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
2016-03-06

