নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন এক গৃহবধূ৷ সংবাদ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটা নাগাদ সোনামুড়া মহকুমার কলমচৌরা থানার অধীন মানিক্য নগরে অঞ্জলি পাল(১৯) ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তবে, মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ পণ সংক্রান্ত ব্যাপারেই অঞ্জলিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মাণিক্যনগরে স্বামী রতন পালের বসতঘর থেকে অঞ্জলির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর আজ মৃতার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ মৃতার পরিবারের তরফে জানিয়েছে, অঞ্জলির স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আগামীকাল বিশালগড় মহিলা থানায় হত্যার মামলা দায়ের করা হবে৷
উল্লেখ্য, তের মাস আগে বিশালগড় রাউত খলা এলাকার অঞ্জলির সাথে সামাজিক প্রথায় বিয়ে হয় সোনামুড়ার মানিক্যনগর এলাকার রতন পালের সাথে৷ বিয়ের পর থেকেই পণ সংক্রান্ত বিষয়ে অঞ্জলির উপর নির্যাতন হত বলে অভিযোগ৷ তবে, এই অভিযোগ খারিজ করে দিয়ে অঞ্জলির স্বামী রতন পাল ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গৃহবধূ আত্মহত্যা করেছেন৷ এই আত্মহত্যার পিছনে অন্য কোন কারণ রয়েছে বলে তাদের দাবি৷
2016-03-02

