কেন্দ্রীয় বাজেট জনগণের স্বার্থের পরিপন্থী ঃ মুখ্যমন্ত্রী

CM MANIKনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারী৷৷ ২০১৬-১৭ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী বলে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সাধারণ বাজেট সম্পর্কে সোমবার মহাকরণে প্রতিক্রিয়া ব্যাক্ত করে তিনি বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কথার মোড়কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কৌশলী বক্তব্য রেখেছেন৷ বাজেট সম্পর্কে যতই গভীরে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছি ততই ফুটে উঠেছে এই বাজেট অন্তঃসার শূন্য৷
মুখ্যমন্ত্রী এদিন বলেন, কেন্দ্রীয় সরকার বাজেটে বিভিন্ন ক্ষেত্রে অর্থ বরাদ্দ নিয়ে মুখে বলছেন ঠিকই, কিন্তু টাকা কোথায়, প্রশ্ণ তুলেন তিনি৷ ব্যাঙ্ক এবং বীমা ক্ষেত্রের সাথে সমন্বয় তৈরী করে দেখানোর চেষ্টা হয়েছে৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, আইসিডিএস প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়েছে৷ কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আইসিডিএস প্রকল্প সার্বজনীন করার জন্য যে টাকা বাজেটে রেখেছে তার থেকে আরও পাঁচ-ছয় হাজার কোটি টাকা রাখা দরকার ছিল৷ অবশ্য বাজেটে বরাদ্দকৃত অর্থ কতটা প্রদান করা হবে সেই বিষয়েও এদিন মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেন৷ তিনি আরও বলেন, তপশীলি জাতি, তপশীলি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য সংবিধান মোতাবেক যে টাকার সংস্থান করার দরকার ছিল তা এই বাজেটে রাখেনি কেন্দ্রীয় সরকার৷ ফলে, এই বাজেটকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন৷ তাঁর দাবি, এই বাজেট কর্পোরেট এবং বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *