নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ আগামী বিধানসভা অধিবেশনে বহুল চর্চিত বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্ট পেশ করা হবে বলে উচ্চ আদালতে সময় চেয়ে আবেদন জানায় রাজ্য সরকার৷ সোমবার ২৯ ফেব্রুয়ারী উচ্চ আদালতের নির্দেশে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করার অন্তিম দিন ছিল রাজ্য সরকারের জন্য৷ এদিন রাজ্য সরকার আদালতের কাছে আগামী বিধানসভা অধিবেশন পর্য্যন্ত সময় মঞ্জুর করার আবেদন জানালে উচ্চ আদালত তাতে সম্মত হয়৷
আদালত সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে রিপোর্টটি প্রকাশ করার জন্য আরো চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে উচ্চ আদালতের কাছে৷ উচ্চ আদালত আগামী ১৮ এপ্রিলের মধ্যে ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছে৷ উল্লেখ্য, প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য রাজ্য সরকার ইউসুফ কমিশন গঠন করেছিল৷ কমিশন প্রায় পনের বছর আগে তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে৷ কিন্তু রাজ্য সরকার বছরের পর বছর তদন্ত রিপোর্ট চেপে রেখেছে৷ রিপোর্টটি প্রকাশ করার জন্য বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসা হচ্ছিল৷ কিন্তু রিপোর্টটি প্রকাশ করা হচ্ছিল না৷ আইনজীবী কল্যাণী রায় এবিষয়ে উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন৷ এই জনস্বার্থ মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠে৷ পনের বছর আগে ইউসুফ কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরও সে রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশিত না হওয়ায় বিভিন্ন মহলে সন্দেহের দানা ক্রমশ বাড়ছে৷ অবশেষে রিপোর্টের চাপে পড়ে রাজ্য সরকার তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে সম্মত হয়েছে৷ সেক্ষেত্রে আরো কিছুটা সময় চেয়েছে রাজ্য সরকার৷ রিপোর্টটি প্রকাশিত হলে রাজ্য সরকার আইনী ফ্যাসাদে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন৷ হয়ত সে কারণেই ইউসুফ কমিশনের রিপোর্টটি প্রকাশে রাজ্য সরকার বিলম্ব করছে৷ অবশ্য আগামী ১৮ এপ্রিলের মধ্যে রিপোর্টটি জমা পড়লেই আসল রহস্য জনসমক্ষে উদঘাটিত হবে৷ রাজ্যবাসী সেইদিনের অপেক্ষায় রয়েছেন৷
2016-03-01