পাকিস্তানকে একটা শিক্ষা দিতে হবে ভারতের : বাবা রামদেব

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নিজের মনের কষ্টের কথা জানালেন যোগগুরু বাবা রামদেব। তিনি বলেছেন, “পহেলগামে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পর যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, তার চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না। সন্ত্রাসীদের থেকে নিজেদের আলাদা করতে চাইলে দেশ এবং বিশ্বের মুসলমানদের এই হামলার নিন্দা করা উচিত। যেহেতু বিশেষ ধর্মের কিছু মানুষ হিংসায় বিশ্বাস করে এবং সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, তাই কেবল যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। পাকিস্তানকে একটা শিক্ষা দিতে হবে ভারতের।”