সাহিবগঞ্জ, ১ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে দুই মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। এছাড়াও ৪-৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ফারাক্কা-এমজিআর রেল লাইনে দুই মালগাড়ির সংঘর্ষে দু’জন চালকের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪-৫ জন রেলকর্মী আহত হয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এনটিপিসি-র এজিএম শান্তনু দাস বলেন, “আমরা ভোররাত ৩:৩০ নাগাদ এই তথ্য পেয়েছি এবং ঘটনাটি ঘটে ভোররাত ৩:০০ নাগাদ। এখন, আমরা রেলওয়ে ক্রেনের জন্য অপেক্ষা করছি, কারণ তখনই সব কিছু স্পষ্ট হবে। যেহেতু লোকোমোটিভ জড়িত, তাই এটি তোলার জন্য একটি সাধারণ ক্রেন যথেষ্ট হবে না।”