নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): ওড়িশার জনগণকে উৎকল দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এক বার্তায় জানিয়েছেন, ওড়িশার জনগণ খুবই পরিশ্রমী এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁরা দক্ষতা অর্জন করেছেন। মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, উৎকল দিবসের আন্তরিক শুভেচ্ছা! এই দিনটি ওড়িশার গৌরবময় সংস্কৃতির প্রতি যথার্থ শ্রদ্ধাঞ্জলি।
প্রধানমন্ত্রী মোদী আরও জানান, ভারত ওড়িশার ইতিহাস, সাহিত্য এবং সঙ্গীতের জন্য গর্বিত। ওড়িশার মানুষ খুবই পরিশ্রমী এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। কেন্দ্র এবং ওড়িশা সরকার রাজ্যের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে ব্যাপকভাবে কাজ করছে।