কাঠুয়া, ১ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বেড়েই চলেছে। সোমবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ওই এলাকাটি এখনও ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। চলছে তল্লাশি অভিযান। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে কাঠুয়ার পাঞ্জতীর্থি এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়।
সন্দেহজনক গতিবিধি দেখতে পাওয়া মাত্রই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সুরক্ষা বাহিনী। তখনই শুরু হয় গুলির লড়াই। মঙ্গলবার সকালেও তল্লাশি অভিযান জারি রয়েছে। জঙ্গিরা জারি পালিয়ে যেতে না পারে, তাই চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।