মোরাদাবাদ, ৩১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মোরাদাবাদে পুলিশের বিরুদ্ধে মসজিদে ঢুকতে দেওয়ার অভিযোগ উঠল। সোমবার মোরাদাবাদ ঈদগাহে নামাজ পাঠ করতে আসেন বিপুল সংখ্যক মুলসিম ধর্মাবলম্বীরা, এতটাই ভিড় ছিল যে পুলিশ প্রবেশ করতে বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে জনতার বাকবিতণ্ডা হয়। বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে ঈদগাহে ঢুকতে চাওয়ায় পুলিশ প্রবেশে বাধা দেয়। যদিও, পরে আবারও নামাজ পড়া শুরু হয়।
মোরাদাবাদের এসএসপি সৎপাল আন্তিল বলেন, “সর্বত্র শান্তিপূর্ণভাবে নামাজ পাঠ করা হয়েছে। গত ৫-৬ দিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল। নামাজ পাঠের পর কিছু মানুষ ঈদগাহে নামাজ আদায় করতে চেয়েছিল। তাদের ইমামের সাথে কথা হয়েছে এবং এখন তারা আবার শান্তিপূর্ণভাবে নামাজ পাঠ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।”