আগরতলা, ৩১ মার্চ: গর্জন বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে বাগমা ফরেস্ট অফিস সংলগ্ন গর্জন বাগানে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের ছেলের দাবি, গতকাল বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে গিয়েছিলেন তাঁর বাবা। আজ সকালে বাগানে মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাগমা ফরেস্ট অফিস সংলগ্ন গর্জন বাগানে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ওই এলাকার বাসিন্দা শেফাল সোম'(৪৫) র মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে, মৃতের ছেলের দাবি, রবিবার কাজ সেরে বাড়ি ফিরে গিয়েছিলেন শেফাল সোম। পরবর্তী সময়ে প্রতিবেশীর বাড়িতে কালীপূজোতে গিয়েছিল সে। কিন্তু হঠাৎ বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করে বের হয়ে যান শেফাল। এরপর তাকে কোথাও খুঁজে পাননি স্ত্রী এবং ছেলে। অবশেষে আজ সকালে গিয়ে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে।