বারাণসী, ৩১ মার্চ (হি.স.): ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের বারাণসীতে। সোমবার সকালে বারাণসী ক্যান্টনমেন্টের কাছে বাজারে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। তিনটি সিলিন্ডারও বিস্ফোরণ হয়, এরপর আগুন ভয়াবহ রূপ নেয়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী সময়মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল স্টেশন ইনচার্জ দীপক কুমার সিং বলেন, “সকাল ৮টা নাগাদ স্টেশনের সামনের ওভারব্রিজের নিচে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে, সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে আরও ৩-৪টি ফোন আসে। ইতিমধ্যে, ঘটনাস্থলে দমকল বাহিনীর গাড়ি পাঠানো হয়েছে। আগুনও আয়ত্তে এসেছে।”