নাগপুর, ৩১ মার্চ (হি.স.): জাতীয় শিক্ষানীতির পক্ষে সওয়াল করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তাঁর কথায়, জাতীয় শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থায় ভারতীয়করণ। নতুন শিক্ষানীতি সম্পর্কে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, “আমি মনে করি এটি (এনইপি) ভারতের শিক্ষাব্যবস্থার ভারতীয়করণ।”
সোমবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফড়নবিস বলেছেন, “ম্যাকলে আমাদের দেশকে দাসত্বের জন্য যে শিক্ষানীতি এনেছিলেন, যদি সেই ব্যবস্থাটি প্রতিস্থাপন করা হয় এবং ভারতীয়করণ করা হয়, তাহলে আমার মনে হয় এতে কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়। যে কোনও দেশপ্রেমিক এটিকে সমর্থন করবেন। আমার মনে হয় সোনিয়া গান্ধীর এটি সম্পর্কে আরও জানা উচিত এবং ভারতীয় শিক্ষাব্যবস্থার ভারতীয়করণকে সমর্থন করা উচিত।”