কৈলাসহর, ৩১ মার্চ : পবিত্র ঈদের দিনে প্রচুর পরিমাণে বিলাতি মদ সহ এক যুবককে আটক করল কৈলাসহর থানার পুলিশ। কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর থানার এসআই কিংকর পাল এবং কনস্টেবল সুমন মুকসুদ্দির কাছে গোপন সূত্রে খবর আসে যে বাবলু শব্দকর নামে এক যুবক প্রচুর পরিমাণে বিলাতি মদ নিয়ে অবৈধভাবে ই রিক্সা করে শ্রীরামপুর এলাকায় অবস্থিত তার নিজ বাড়িতে যাচ্ছে।
এরপর এসআই কিংকর পাল এবং কনস্টেবল সুমন মুকসুদ্দি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী শহরে গিয়ে উৎপেতে বসে থাকে। এরপর বাবলু শব্দকরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময় তাকে থানায় নিয়ে আসা হয় । বর্তমানে সে থানার হেফাজতে রয়েছে। সম্ভবত সে বিক্রি করার উদ্দেশ্যে সেই বিলাতি মদগুলি নিয়ে যাচ্ছিল তার নিজ বাড়িতে। উক্ত ই রিক্সাতে তল্লাশি চালিয়ে পুলিশ ১০৫ বোতল বিলাতি মদ উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার টাকা হবে বলে জানান ওসি। কৈলাসহর থানার পুলিশ বাবলু শব্দকরের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।