কংগ্রেস সিপিআইএম ছেড়ে ৯৮ পরিবারের ৩৭৮ জন ভোটার বিজেপির পতাকা তলে সামিল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ মার্চ:
রাজ্য বিধানসভার জনমুখী বাজেট অধিবেশনে রাজ্যের সকল স্তরের মানুষদের উন্নয়নের হতে চলেছে। যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের ভাঙ্গন অব্যাহত রয়েছে। শনিবার মনু আরডি ব্লকের অধীন ৪৮ করমছড়া বিধানসভা কেন্দ্রে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।

যোগদান সভাতে কংগ্রেস সিপিআইএম ছেড়ে ৯৮ পরিবারের ৩৭৮ জন ভোটার বিজেপির পতাকার তলে সামিল হয়। এই দিনের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ৪৮ করম ছড়া বিজেপি মন্ডল সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা।

ত্রিপুরা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বরত মন্ত্রী বিধায়করা বাজেট অধিবেশনে অংশগ্রহণ করে রাজ্যের উন্নয়নের জন্য জনমুখী বাজেট নিয়ে আলোচনা করে। জনমুখী বাজেটের দিকে রাজ্যের জনগণ আকৃষ্ট হয়ে শনিবার মনু ব্লকের অধীন ৪৮ করম ছড়া বিধানসভা কেন্দ্রের ৯৮ পরিবারের ৩৭৮ জন ভোটার বিজেপি দলের সামিল হয়। দলত্যাগ কারীদের দলীয় পক্ষে তাদের বরণ করে নেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

এই দিনের যোগদান সভাতে এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, বিগত কিছুদিন পূর্বে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক সভাতে প্রচার করেছিলেন ভূমিকম্প আসছে বিজেপিতে। তিনি আরো বলেন, ভূমিকম্প আসছে বিজেপির নয়। ভূমিকম্প আসছে সিপিআইএম কংগ্রেস দলের। যা আজ দলত্যাগ অনুষ্ঠানের মাধ্যমে ভোটাররা সিপিআইএম কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকা হাতে নিয়ে বুঝিয়ে দিল ভূমিকম্প বিজেপির আসছে না আসছে সিপিআইএম কংগ্রেসের। তিনি বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তের জনগণদের স্বার্থে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *