ঢাকা, ৩ নভেম্বর (হি.স.): বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লক্ষ টাকার সোনা সহ এক মালয়েশিয়া যাত্রীকে গ্রেফতার করল শুল্ক বিভাগ| ধৃতের নাম হল, মুহাম্মদ মিজান আহম্মদ (৪০)| শুল্ক গোয়েন্দা ও তদন্তকারী অফিসার ড. মইনুল খান জানিয়েছেন, শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লক্ষ টাকার সোনা সহ এক মালয়েশিয়া যাত্রীকে গ্রেফতার করা হয়েছে| ওই ব্যক্তির শরীর থেকে দু’টি সোনার বার উদ্ধার করা হয়েছে|
মইনুল খান আরও জানিয়েছেন, ওই যাত্রীর অস্বাভাবিক চলাফেরা দেখে সন্দেহ হয়| তাকে আটক করা হলে প্রথমে তিনি সোনার বার রাখার কথা অস্বীকার করেন| পরে ওই যাত্রীকে উত্তরার জাহানারা ক্লিনিকে এনে এক্স-রে করানো হয়| রিপোর্টে ওই যাত্রীর তলপেটে সোনার অস্বস্তি পাওয়া যায়| এরপর ১২ লক্ষ টাকা মূল্যের দু’টি সোনার বার উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা|
2017-11-03