উত্তরপ্রদেশে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ১০০ পড়ুয়া

ভাদোহি, ২ নভেম্বর (হি.স.) খাবারের বিষক্রিয়া থাকায় অসুস্থ ১০০ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার রায়া এলাকায় অবস্থিত দীনদয়াল আবাসিক স্কুলে।
সূত্রের খবর অনুযায়ী বিস্কুট খাওয়ার পর থেকে স্কুলের বহু পড়ুয়ার পেটে ব্যথা হতে থাকে। অনেকে বমিও করে। শারীরিক অবস্থার অবনতির হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মুখ্যস্বাস্থ্য আধিকারিক সতীশ সিং জানিয়েছে ৪৫ পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। বাকি ৫৫ পড়ুয়াকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অসুস্থ হওয়া ১০০ পড়ুয়ারই বয়স ১০ থেকে ১৪ বছর বয়সের মধ্যে। পাশাপাশি জেলাশাসক বিকাশ জি দাবি করেছেন স্কুলটি রাজ্য সরকারের সমাজকল্যাণ মন্ত্রকের অধীনস্থ। এবিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।