নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২১ অক্টোবর৷৷ শনিবার দুপুরে বক্সনগর ব্লক এলাকার উত্তরাঞ্চল সীমান্ত বর্তী গ্রাম রহিমপুর এর উত্তর পাড়ার বাসিন্দা তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়৷
ঘটনার বিবরনে জানা যায় শনিবার দুপুরে পুকুরে এলাকার একজন স্নান করতে যান এবর মৃতদেহটি দেখতে পান৷ ঐ ব্যক্তি চিৎকারে গ্রামবাসী ছুটে আসে এবং কমলচৌড়া থানার খবর দেন পুলিশ গিয়ে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বক্সনগর সামাজিক হাসপাতালের মর্গে পাঠায়৷ মৃত তাজুল ইসলামের পিতার নাম – নোয়ার আলী৷ জানা যায় মৃতব্যক্তির শরীরে নানান জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের রয়েছে৷ তাই এলাকাবাসীর ধারনা তাকে খুন করা হয়েছে৷ এই মৃত্যুর সংবাদ এলাকায় জড়িয়ে পড়তেই চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷
2017-10-22