চেন্নাই, ১ অক্টোবর (হি.স.) : ভারী বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে রবিবার সকাল থেকে বিমান পরিষেবা বিপর্যস্ত চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে। দুটি বিমান যা চেন্নাই বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সেগুলি হায়দরাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এছাড়াও খারাপ আবহাওয়ার কারণে দশটি বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য চেন্নাইসহ তামিলনাডুর বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যদিও দুপুরের দিকে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আরও দুইদিন বৃষ্টি চলবে।