কাকদ্বীপ, ৩১ ডিসেম্বর(হি.স.): দীর্ঘ তিন মাস পর মুক্তি পেতে চলেছেন বাংলাদেশের জেলে আটক সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী। একইসঙ্গে ফেরত আসছে তাঁদের ব্যবহৃত ৬টি ট্রলারও। বাংলাদেশ সরকার সম্প্রতি তাঁদের মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করেছে।
গত তিন মাস আগে বাংলাদেশের জলসীমা লঙ্ঘনের অভিযোগে সুন্দরবনের এই মৎস্যজীবীদের গ্রেফতার করেছিল বাংলাদেশের প্রশাসন। এরপর থেকেই দুশ্চিন্তায় ছিলেন মৎস্যজীবীদের পরিবার। তাঁদের মুক্তি নিয়ে একদিকে আইনি জটিলতা, অন্যদিকে প্রশাসনিক অশান্তি সৃষ্টি হওয়ায় বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে ছিল।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার ঘোষণা করেন। তাঁর এই পদক্ষেপের পরই বাংলাদেশের প্রশাসন সুন্দরবনের মৎস্যজীবীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। নবান্ন থেকে রাজ্যের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব এই মৎস্যজীবীদের মুক্তি নিশ্চিত করতে। অবশেষে সেই উদ্যোগ সফল হলো।
এই খবরের পর মঙ্গলবার মৎস্যজীবীদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের ঢল নেমেছে। কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টু রাম পাখিরা বলেন, “এই সিদ্ধান্তে আমরা সবাই অত্যন্ত খুশি। দীর্ঘদিন ধরে পরিবারগুলো যে মানসিক চাপের মধ্যে ছিল, তা থেকে মুক্তি পেতে চলেছে।”
মৎস্যজীবীদের পরিবারগুলিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁরা জানিয়েছেন, “তিন মাস ধরে আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে আমাদের প্রার্থনা পূর্ণ হলো।”