কৈলাসহরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷  আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে মঙ্গলবার  কৈলাশহর উনকোটি কলা ক্ষেত্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার , অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ , ঊনকোটি জেলার ঙ্গছঞ্ঝ লিনা দেববর্মা ,  কৈলাশহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় , গৌরনগর আরডি ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে মহিলাদের উপস্থিত ছিল লক্ষ্যণীয়৷  জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন স্ব সহায়ক দলের মাধ্যমে মহিলারা একত্রিত  হওয়ার সুযোগ পান৷ সমস্যা গুলি একে অপরের সঙ্গে আদান প্রদান করেন৷ অভিজ্ঞতা গুলিকে কাজে লাগিয়ে সেই সমস্যা গুলি থেকে উত্তোরনের রাস্তা বের করেন৷ অনেক কিছু শেখেন যা আগামীর জন্য সহায়ক হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *