মুম্বই, ১ মার্চ (হি.স.) : চলতি বর্ডার-গাভাসকর সিরিজে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার। জেমস অ্যান্ডারসনকে টপকে গিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষস্থান দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে রানের খরা কাটাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যার জেরে ক্রমতালিকায় অবনতি ঘটল তাঁদের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে দ্বিতীয় টেস্টে ছ’উইকেট তুলে নিয়েছিলেন অশ্বিন। আর অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাস্ত হয়েছে ইংল্যান্ড। তারপরই ব়্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা হারালেন অ্যান্ডারসন। শেষবার ২০১৫ সালে শীর্ষস্থানে পৌঁছেছিলেন অশ্বিন। এদিকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও পাক পেসার শাহিন আফ্রিদিকে পিছনে ফেলে ক্রমতালিকার চার নম্বরে উঠে এলেন জশপ্রীত বুমরাহ। দিল্লি টেস্টে ১০ উইকেট তুলে নিয়ে বোলারদের তালিকায় আট নম্বর স্থানটি দখল করেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডারদের তালিকাতেও এক ও দু’নম্বরে যথাক্রমে জাদেজা ও অশ্বিন।
আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতীয় বোলাররা বাজিমাত করলেও সময়টা ভাল যাচ্ছে না ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের। রোহিত, কোহলিদের মতো তারকারা বারবার ব্যর্থ। দিল্লি থেকে নাগপুর, সর্বত্রই ব্যাটে-বলে বাজিমাত করেছেন বোলার ও অলরাউন্ডাররাই। ইন্দোর টেস্টের প্রথম ইনিংসেও বদলায়নি হালটা। মাত্র ১২ রানেই দায়িত্বজ্ঞানহীনের মতো স্টাম্প আউট হন তিনি। আর রানের খরা কাটাতে না পারার জেরেই এবার দু’ধাপ নেমে ৯ নম্বরে চলে গেলেন ভারত অধিনায়ক।