কোয়েটা, ৩০ নভেম্বর (হি.স.): পাকিস্তানের কোয়েটায় পুলিশের ট্রাকে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৩। একজন মহিলার মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৩ হয়েছে। এই আত্মঘাতী হামলায় আহতের সংখ্যা ২৭, তাঁদের মধ্যে ২৩ জন পুলিশ কর্মী। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে অধিকাংশই বিপদমুক্ত।
বুধবার কোয়েটার বালেলি এলাকায় পুলিশের ট্রাকে আত্মঘাতী বিস্ফোরণ হয়। এক বিস্ফোরণে একজন পুলিশ কর্মী ও দু”জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৭ জন, তাঁদের মধ্যে ২০ জন পুলিশ কর্মী। পুলিশের ট্রাকের কাছেই এই বিস্ফোরণ হয়, বিস্ফোরণের তীব্রতায় ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাক ছাড়াও দু”টি গাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।