নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): সিএএ-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ডিএমকে। বুধবার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল জানিয়েছে, তামিল শরণার্থীদের প্রতি কেন্দ্রের আচরণ অনেকটা সৎ মায়ের মত। ডিএমকে সুপ্রিম কোর্টকে জানিয়েছে, নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ স্বেচ্ছাচারী কারণ এটি শুধুমাত্র ৩টি দেশের সঙ্গে সম্পর্কিত যেমন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ এবং শুধুমাত্র ৬টি ধর্ম যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত এবং স্পষ্টভাবে মুসলিম সিএএ-র বাইরে।
সিএএ-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেছে ডিএমকে। ডিএমকে বলেছে, তামিল শরণার্থীদের ক্ষেত্রে একেবারে নীরব কেন্দ্র। তাঁদের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হচ্ছে এবং অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে রয়েছেন তাঁরা।