ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর (হি. স.) : বিরসা মুণ্ডার জন্মদিনে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে, অভাব-অভিযোগের কথা জানিয়েছিলেন ঝাড়গ্রামের আদিবাসীরা। সরকারি প্রকল্পে ঘর, পানীয় জল, একশো দিনের টাকা নিয়ে, ক্ষোভ প্রকাশ করেন অনেকে। মুখ্যমন্ত্রী অবশ্য এনিয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপান।
বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে, মঙ্গলবার বেলপাহাড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সেরে ফেরার পথে কুচাবনি, মালাবতীর মতো একাধিক আদিবাসী অধ্যুষিত গ্রামে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁকে অভিযোগ জানান গ্রামবাসীরা। এক দিন পেরোতেই আজ মুখ্যমন্ত্রী জানালেন, বুধবার থেকেই মিলবে জল।
বাড়ি না মেলার অভিযোগ প্রসঙ্গে ফের কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র টাকা না দেওয়ায় আটকে আছে বাড়ির টাকা।বলেন, ‘রাজ্য থেকে জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বিজেপি ব্যস্ত নির্বাচন আর কুকথা নিয়ে, উন্নয়নে নজর নেই’।