কলকাতা, ৪ নভেম্বর (হি. স.): রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর । রাজ্য জুড়ে সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২১ জন। শুক্রবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২১ জন । যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,১৮,১৪৩ । করোনা আক্রান্ত হয়ে এদিন কারও মৃত্যু হয়নি । যার জেরে মোট মৃতের সংখ্যা থমকে আছে ২১,৫২৯–এ । একদিনে সুস্থ হয়ে উঠেছে ৬৭ জন । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৯৬,১৭২ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৯৬ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৫,৭৪২ জনের । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,৭০২,৪৫২ ।