কলকাতা, ২৮ মার্চ (হি.স.): রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে দু’দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ধর্মঘটের ভালোই প্রভাব লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গে। কলকাতা হোক অথবা শহরতলি সোমবার রাজ্যের সর্বত্রই বন্ধ ছিল সমস্ত ব্যাঙ্ক। কোথাও কোথাও আবার এটিএম-এর ঝাঁপও ছিল বন্ধ। ফলে ভোগান্তির শিকার হয়েছেন গ্রাহকরা। এই ভোগান্তি চলবে মঙ্গলবারও।
গত শনিবার থেকে রাজ্যে ব্যাঙ্ক বন্ধ রয়েছে, তার উপর সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘট। টানা ৪ দিন বন্ধ থাকার চরম ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা, তা বলাই বাহুল্য। ব্যাঙ্ক বন্ধের পাশাপাশি এটিএম পরিষেবাও এদিন বন্ধ থাকায় সমস্যায় পড়েন বহু মানুষ। ব্যাঙ্ক কর্মীরা এদিন বেসরকারীকরণের প্রতিবাদে স্লোগানও দিতে থাকেন।