চণ্ডীগড়, ২৪ মার্চ (হি.স.) : প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং সহ আম আদমি পার্টির (আপ) মনোনীত পাঁচজনই বৃহস্পতিবার রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সমাপ্ত পঞ্জাব নির্বাচনে আপ জয় করে। রাজ্য বিধানসভায় ১১৭টি আসনের মধ্যে ৯২ টি আসনে জয়লাভ করে সংসদের উচ্চ কক্ষে আপ প্রার্থীদের নির্বাচন করতে নিশ্চিত ছিল। পঞ্জাবের সাতটি রাজ্যসভা আসনের মধ্যে পাঁচটি ৯ এপ্রিল খালি হয়ে যাবে।আপ প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, দিল্লির বিধায়ক রাঘব চাড্ডা, আইআইটি দিল্লির অধ্যাপক সন্দীপ পাঠক, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর অশোক মিত্তল এবং কৃষ্ণ প্রাণ ব্রেস্ট ক্যান্সার কেয়ার চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সঞ্জীব অরোরাকে মনোনীত করেছেন। পঞ্জাব থেকে পাঁচটি আসন খালি।