গুয়াহাটির পাথরকুচিতে এসটিএফ-এর অভিযানে বমাল ধৃত মাদক পাচারকারী

গুয়াহাটি, ২৪ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরের অন্তর্গত পাথরকুচিতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে বমাল ধরা পড়েছে এক মাদক পাচারকারী। পাথরকুচি এলপি স্কুলের কাছে অভিযান চালিয়ে বছর ৩৮-এর উদয় দলেকে গ্রেফতার করেছে এসটিএফ।

সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে পাথরকুচি এলপি স্কুল সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়েছিল এসটিএফ। ওই বাড়ির একটি ঘরে ভাড়াটে হিসেবে বসবাস করত উদয় দলে। তার ঘরে তালাশি চালিয়ে ৮২ গ্রাম সন্দেহজনক হেরোইন ভরতি বেশ কয়েকটি সাবান কেস এবং ৫১টি কন্টেইনার বাজেয়াপ্ত করেছেন এসটিএফ-এর আধিকারিকরা। এছাড়া তার ঘর থেকে ৩৬২টি খালি কন্টেইনার, একটি খালি সাবান কেস, নগদ ২,০০০ টাকা, সিম ভরতি একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং এএস ০১ এফআর ১৭৩২ নম্বরের একটি রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *