নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর:
আগামী ১৮ ডিসেম্বর রাজভবন অভিযান করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এবং দেশের পরিস্থিতি নিয়ে আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও রাজভবন অভিযান ও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস।
এদিন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন,
দেশবাসীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। সরকার শুধুমাত্র আদানিকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। সংসদে এই বিষয়ে প্রশ্ন তুললে সংসদ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এধরনের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন পার্লামেন্টের উচ্চকক্ষ – এর চেয়ারম্যান। ত্রিপুরাতে একই ভাবে বিজেপি সরকার বিভেদ সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এরই প্রতিবাদে ১৮ ডিসেম্বর আন্দোলন সংঘঠিত করা হবে বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ ও প্রদেশ কংগ্রেসের সদস্য পার্থ আচার্য প্রমুখ।