নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। রবিবার দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য চতুর্থ তথা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে এএপি। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি এদিন ৩৮ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে কালকাজি বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছে, নতুন দিল্লি আসন থেকে এএপি-র জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই তালিকায় রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সৌরভ ভরদ্বাজও রয়েছেন, যিনি গ্রেটার কৈলাশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বাবরপুর থেকে গোপাল রাই এবং বলিমারন থেকে ইমরান হুসেন।