BRAKING NEWS

রেগার মজুরি বৃদ্ধি করার দাবি শ্রমিকদের

বক্সনগর, ১৪ ডিসেম্বর: রেগার মজুরি বৃদ্ধি সহ কাজ কমপক্ষে বছরে ২০০ দিন করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। কারণ, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া।

রেগার কাজ চলছে কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জমির মালিক প্রফুল্ল পাল সংবাদ কর্মীকে জানান, বন্যায় জমিতে কিছু মাটি এসে ভরাট হয়ে গেছে। যে কারণে চলতি আমন মৌসুমে ফসল করা বড়ই সমস্যা হয়েছিল।এখন এই সমস্ত ভরাট মাটিগুলি রেগা প্রকল্পের মাধ্যমে কেটে যাওয়ায় ফসল করতে ভালো হবে।

অপরদিকে ৬ নং ওয়ার্ডের পঞ্চায়েত মেম্বার রাকেশ দেবনাথ জানিয়েছেন, শনিবার শ্রমিক ছিল নারী ও পুরুষ ৩৫ জন। এ নিয়ে ছয় দিন কাজ চলছে। রেগা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক শ্রমিকদের দৈনিক মজুরি ২৪২ টাকা।এদিকে শ্রমিকরা বলছেন, মজুরি কম, কাজও তেমন বেশি নয়। 

শ্রমিকদের দাবি, প্রত্যেকের মজুরি অন্তত ৩৪০ টাকা করা এবং কাজ কমপক্ষে বছরে ২০০ দিন করা। তাই যদি হয় মোটামুটি চলবে। শ্রমিকরা আরো জানিয়েছেন যে, প্রচন্ড শীতের মধ্যেও পেটের তাগিদে কাজ করতে হচ্ছে কিন্তু নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো আকাশছোঁয়া। কি করে সংসার চালাবো। কাজেই সরকার যেন রেগা প্রকল্পের কাজ বৃদ্ধি করে মজুরি বাড়িয়ে দেওয়া হয়। এমনটাই দাবি রেগা শ্রমিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *