আগরতলা, ১৪ই ডিসেম্বর।। জাতীয় শক্তি সংরক্ষণ দিবসে ত্রিপুরার মুকুটে যুক্ত হল প্রথম পুরস্কার। শনিবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে গ্রুপ ফোর ক্যাটাগরিতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের সঙ্গে সংযুক্ত ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি এর স্টেট ডেজিগনেটেড এজেন্সীকে শক্তি সংরক্ষণে অনবদ্য ভূমিকার জন্য প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।
নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা এবং বিইই স্টেট ডেজিগনেটেড এজেন্সি এর নোডাল অফিসার ইঞ্জিনিয়ার সীমা দাস এর হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন। এদিকে শনিবার আগরতলায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে দুটি বিভাগে ছাত্রছাত্রীদের মধ্যে শক্তি সংরক্ষণ বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় দুটো বিভাগে ৩০০ এর অধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। এর আগে শক্তি সংরক্ষণ বিষয়ক অনুষ্ঠানে শক্তি সংরক্ষণ এবং বিদ্যুৎ ব্যবহারজনিত নানা বিষয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিপিজিএল এর জেনারেল ম্যানেজার হরে কৃষ্ণ দাস এবং টিএসইসিএল এর জেনারেল ম্যানেজার ফিন্যান্স গৌতম মুখোপাধ্যায় সমেত অন্যান্যরা।