BRAKING NEWS

নিরাপত্তার চাদরে স্বামী বিবেকানন্দ ময়দান সরেজমিনে এসপি

আগরতলা, ১৪ ডিসেম্বর: বিখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ময়দানে এসপি সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ। ড্রোনের সাহায্যে চালানো হবে নজরদারি। কোন রকমের কোন অপ্রীতিকর ঘটনা যেন সংঘটিত না হয় সে বিষয়েও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার (ডা.) কিরণ কুমার কে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার (ডা.) কিরণ কুমার কে বলেন, আর কয়েক ঘণ্টা পর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সংগীত পরিবেশন করবেন বিখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। তাঁর ধারণা, আজকের স্বামী বিবেকানন্দ ময়দান এই অনুষ্ঠানে জনঢল হবে। আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন থাকবে। সাত শতাধিক টি এস আর এবং ৫০ জন সি আর পি এফ ও পুলিশ মোতায়েন থাকবে।

এদিন তিনি আরও বলেন, ড্রোন মাধ্যমে নজরদারি করা হবে। এই অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার লোকের সমাগম হবে বলে ধারণা করেছেন তিনি। কোন রকমের কোন অপ্রীতিকর ঘটনা যেন সংঘটিত না হয় সে বিষয়েও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *