শিলং/ আগরতলা, ১৪ ডিসেম্বর : আগামী ২০ ও ২১ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি) সচিবালয়ের ৭২ তম পূর্ণাঙ্গ বৈঠক (প্লেনারি অধিবেশন) অনুষ্ঠিত হবে। ২১ ডিসেম্বর আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠেয় পূর্ণাঙ্গ অধিবেশনে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং এনইসি-র চেয়ারম্যান অমিত শাহ।
এই অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী এবং এনইসি-র ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজূমদার। উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা সহ এনইসি-র দুই সদস্য উপস্থিত থাকবেন।
২০শে ডিসেম্বর হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত হবে প্রাক-পূর্ণাঙ্গ-বৈঠক কারিগরি অধিবেশন। ডঃ সুকান্ত মজূমদার এই অধিবেশনে পৌরোহিত্য করবেন। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের সচিবগণ, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্য সচিবগণ এবং পরিকল্পনা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা এই অধিবেশনে অংশগ্রহণ করবেন।