নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে আডবাণীকে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরে একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। গত জুলাই মাসেই বয়সজনিত সমস্যার কারণে তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করাতে হয়। সে বার কিছু দিন পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান প্রবীণ নেতা। আবার শুক্রবার রাতে হাসপাতালের আইসিইউ-তে তাঁকে ভর্তি করানো হয়। শনিবার অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হয়েছে, ৯৭ বছর বয়সী লালকৃষ্ণ আডবাণীকে শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি নিউরোলজি বিভাগের বরিষ্ঠ চিকিৎসক ডাঃ বিনীত সুরির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।