নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছেন কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শনিবারই চিঠি লিখেছেন কেজরিওয়াল।
দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। কেজরিওয়াল চিঠিতে লিখেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখা আপনার দায়িত্ব। দিল্লিতে সাম্প্রতিক সময়ে বেড়ে চলা অপরাধের বিষয়ও চিঠিতে তুলে ধরেছেন কেজরিওয়াল।