বক্সনগর, ১৪ ডিসেম্বর : আবারো ২৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করলো যাত্রাপুর থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের যাত্রাপুর থানা এলাকার মনাইপাথর এডিসি ভিলেজ এলাকার প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ৮২ হাজার টাকার অধিক শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা উভয়ের টি এস আর জওয়ান এবং পুলিশ কনস্টেবল সহ ৩০ জনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
তিনি জানান, ছোট বড় মিলিয়ে পাঁচটি প্লটে এই অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান তিনি।