ব্রিসবেন, ১৪ ডিসেম্বর (হি.স.) : বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা শেষ করে দিলেন আম্পায়ারেরা। খেলা হল মাত্র ১৩.২ ওভার। মধ্যাহ্নভোজের পরেও খেলা শুরু করা যায়নি। প্রথম সেশনে ১৩.২ ওভার খেলা হলেও দ্বিতীয় সেশনে একটি বলও খেলা হল না। এখনও বৃষ্টি চলছে ব্রিসবেন। ব্যাট করছেন দুই ওপেনার খোয়াজা (১৯) এবং ম্যাকসুইনি (৪)। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা ৭০% পর্যন্ত যা এই টেস্টের যথাক্রমে ৩ এবং ৪ দিন হবে যা এরকমটাই পূর্বাভাস। যদিও আয়োজকরা মাঠে অত্যাধুনিক নিষ্কাশন ব্যবস্থা রেখেছেন বলে জানা গেছে।