কানপুর, ১৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ আগুন লাগল একটি চামড়ার শোরুমে। শনিবার সকালে কানপুরের জাজমউ থানা এলাকায় একটি চামড়ার শোরুমে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
কানপুরের সিএফও দীপক কুমার বলেছেন, “আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সমস্ত ফ্লোর চেক করা হয়েছে, আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন কিছুটা ধোঁয়া আছে, আমরা তা নিভিয়ে নিচ্ছি।”