আগরতলা, ১৪ ডিসেম্বর : ভীমরুলের আক্রমনে আহত প্রায় ৮ জন পথচারী । এরমধ্যে একজনের গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। সার্কিট হাউস এলাকায় ওই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, হঠাৎ ঝাঁকে ঝাঁকে মোমাছির আক্রমন শুরু করেন পথচারীদের উপর। চিৎকার চেঁচামেচি করার পর স্থানীয় মানুষ তাদের উপর আক্রমণ শুরু করে মৌমাছির দল।
ওই এলাকার একটি গাছের মধ্যে মৌমাছির বাসা বেঁধেছিল। একটি পাখি এসে মোমাছির বাসার উপরে বসতেই এই বিপত্তি বাঁধে। এরপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমন শুরু করে পথচারীদের উপর। তাতে আহত হয়েছে প্রায় এক ট্রাফিক পুলিশ সহ ৮ জন পথচারী। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে।