চেন্নাই, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রবীণ কংগ্রেস নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান বিধায়ক ই ভি কে এস ইলানগোভান প্রয়াত হয়েছেন। শনিবার চেন্নাই-এ ৭৫ বছর বয়সী এই প্রবীণ নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরোড পূর্ব আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। বেশ কিছু দিন ধরেই নানা ধরনের বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি। ২০০৪-এ সাংসদ নির্বাচিত হওয়ার পর ২০০৯ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। পরে দু-বার বিধায়কও নির্বাচিত হন তিনি। তামিলনাড়ু কংগ্রেস জানিয়েছে, ফুসফুস সংক্রান্ত সমস্যার কারণে এলানগোভান হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। শনিবার চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।