BRAKING NEWS

বিজেপি সরকার ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে : সুদীপ

আগরতলা, ১৪ ডিসেম্বর: বিজেপি সরকার ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে। কারণ, প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুকে নিয়ে তির্যক মন্তব্য করছে বিজেপি। যিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

আজ সেবা দলের সংগঠনকে মজবুত করতে প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবা দলের কনভেনার নিত্যগোপাল রুদ্র পাল জানান, সেবা দলকে শক্তিশালী করতে আগামী কিছুদিনের ভেতর রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির করতে যাচ্ছে তাঁরা এবং এই প্রশিক্ষণ সে ব্যক্তি আগরতলা শহরে না করে অন্য জেলায় করার চিন্তা ভাবনা করছে তারা বলেও জানান তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, বিজেপি ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস গড়ার ষড়যন্ত্রে করছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সেবাদলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ, কংগ্রেস মানেই হচ্ছে সেবা। কংগ্রেস মানেই মানুষের সাথে কাজ করা। সর্বদা দুঃস্থ, গরীব, মেহনতি মানুষদের পাশে দাঁড়ায় কংগ্রেস।

তাঁর অভিযোগ, সংখ্যালঘু, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংবিধান কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাছাড়া, কর্মসংস্থানে সরকারির সুযোগ সুবিধা বন্ধ করে ঠিকেদারের হাতে তুলে দেওয়া হচ্ছে। যাতে এসটি, এসসিরা সংরক্ষিত আসন না পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *