ফরিদাবাদ, ১৩ ডিসেম্বর (হি.স.) : অবৈধ অস্ত্র–সহ ক্রাইম ব্রাঞ্চ সেক্টর-৩০ এর একটি দল এক যুবককে আটক করেছে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এরপর অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। শুক্রবার পুলিশের এক আধিকারিক জানান, ক্রাইম ব্রাঞ্চ সেক্টর ৩০-এর দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত নীতিন ভাসিকে ফরিদাবাদ থেকে একটি দেশি পিস্তল–সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, মানুষের মধ্যে ভীতি সৃষ্টির জন্য বন্ধুর কাছ থেকে ৫ হাজার টাকায় দেশি পিস্তল কিনেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ফরিদাবাদ, সোনিপত এবং সোহনায় ১৪টি মামলা নথিভুক্ত রয়েছে।