আগরতলা, ১৩ ডিসেম্বর: বিগত দিনে রুগ্ন দশায় চলে যাওয়া রাজ্যের অন্যতম ‘চা’ শিল্প বর্তমান সরকারের সময়ে নতুন দিশা সঞ্চারিত হয়েছে। আগামী দিনে এই শিল্পের বিকাশের মাধ্যমে রাজ্যকে আর্থিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যমাত্র নিয়েছে ত্রিপুরা সরকার। আজ আগরতলার একটি হোটেলে চা ক্রেতা বিক্রেতা মিলনমেলায় এমনটাই দাবি জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় এতদিন ধরে চা শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়নি। এবার চা উন্নয়ন নিগমের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চা ক্রেতা বিক্রেতা মিলনমেলা। তাঁর কথায়, ত্রিপুরা সরকার চাইছে চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছে। কিন্তু সেই লক্ষ্য পৌঁছাতে রাজ্য সরকারের পাশাপাশি বিনিয়োগকারীদের ও সাহায্যের প্রয়োজন রয়েছে।
এদিন তিনি বলেন,বিগত দিনে রুগ্ন দশায় চলে গিয়েছিল রাজ্যের অন্যতম ‘চা’ শিল্প। তা বর্তমান সরকারের সময়ে নতুন দিশা সঞ্চারিত হয়েছে। আগামী দিনে এই শিল্পের বিকাশের মাধ্যমে রাজ্যকে আর্থিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করতে হবে। তাতে সকল স্টেক হোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন রয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর মানিক লাল দাস সহ দেশের চা শিল্পের সঙ্গে যুক্ত ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অকশন এসোসিয়েশন।