BRAKING NEWS

আগামী ১৫ ডিসেম্বর, ধর্মনগর – জিরানিয়া- ধর্মনগর, সাব্রুম- জিরানিয়া – সাব্রুম রুটে চলবে বিশেষ ডেমো ট্রেন

আগরতলা, ১৩ ডিসেম্বর : আগামী ১৫ ডিসেম্বর রবিবার যাত্রী দুর্ভোগ কমাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এদিন ধর্মনগর – জিরানিয়া – ধর্মনগর এবং সাব্রুম – জিরানিয়া – সাব্রুম রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

০৭৬১৫ ধর্মনগর – জিরানিয়া ডেমো স্পেশাল, এদিন সকাল ৬:৩০ মিনিটে ধর্মনগর থেকে জিরানিয়ার উদ্দেশ্যে রওনা হবে। জিরানিয়া এসে পৌছবে সকাল ৯:৪৫ মিনিট নাগাদ। ০৭৬১৫ জিরানীয় ধর্মনগর ডেমো স্পেশাল, রবিবার জিরানিয়া থেকে রাত ১১টা নাগাদ রওনা দেবে ধর্মনগর এর উদ্দেশ্যে।

০৭৬১৭ সাবরুম- জিরানিয়া ডেমো স্পেশাল রবিবার সকাল ৬ টা ৩০ মিনিটে জিরানিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। জিরানিয়া এসে পৌঁছাবে ৯ঃ৫০ মিনিট নাগাদ। একই দিনে ০৭৬১৮ জিরানিয়া সাবরুম ডেমো স্পেশাল রাত ১১ টা ১০ মিনিট নাগাদ সাবরুমের উদ্দেশ্যে রওনা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *