নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচি শুক্রবার কেন্দ্রীয় সচিবালয় থেকে চাউরি বাজার পর্যন্ত মেট্রো ট্রেনে সফর করেছেন। তাঁর সঙ্গে ছিলেন দিল্লি মেট্রো রেল কর্পোরেশন-এর উচ্চপদস্থ আধিকারিক ডঃ বিকাশ কুমার। তিনি দিল্লি মেট্রো প্রকল্পকে ভারত ও জাপানের মধ্যে একটি নিবিড় সহযোগিতা হিসেবে বর্ণনা করেন।
মেট্রোতে সফরের সময় তিনি এদিন দিল্লির মেট্রো সম্পর্কে খোঁজখবর নেন এবং দিল্লি মেট্রোর বিভিন্ন সুযোগসুবিধার প্রশংসা করেন। তিনি বলেন যে, দিল্লি মেট্রো প্রকল্পটি ভারত-জাপান সহযোগিতার প্রতীক। জাপান সরকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) শুরু থেকেই দিল্লি মেট্রো প্রকল্পে যথেষ্ট অর্থ সহযোগিতা করেছে এবং এই প্রকল্পের চতুর্থ ধাপেও অর্থ দিচ্ছে। প্যাটেল চক মেট্রো মিউজিয়ামে এদিন তাঁর মেট্রো সফরের সমাপ্তি হয় বলে জানা গেছে।